বাংলা৭১নিউজ,ঢাকা: তফসিল ঘোষণার পর (৮ নভেম্বর) থেকে সারাদেশে গ্রেফতার হওয়া বিএনপির ৪৭২ নেতাকর্মীর তালিকা ইসিতে জমা দিয়েছেন দলের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান। আজ শুক্রবার বেলা ১১টায় ওই তালিকা জমা দেওয়া হয়।
তালিকা জমা দেওয়ার পর মো. সালাহ উদ্দিন খান বলেন, তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৮টি মামলা হয়েছে। ওই মামলাগুলোতে ৪৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ সংক্রান্ত তালিকা চাওয়ায় আজ ইসিতে তা জমা দেওয়া হলো।
তিনি আরও বলেন, গ্রেফতার নেতাকর্মীদের তালিকার সঙ্গে একটি চিঠিও প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তিতে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এস এইস