সোমবার, ১৩ মে ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, চালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২ চিকিৎসাধীন শিশু জিহাদকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় পবা-মোহনপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত সিটি টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিলো নগদ গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার কাজ করা উচিত: ফখরুল নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক এনবিআর-কাস্টমসে হয়রানি, মন্ত্রিসভায় তুলবেন নানক ডোনাল্ড লুর সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গ তোলা হবে রাতে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড পদ্মা সেতুর সমালোচকদের ভুল স্বীকার করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

তথ্যমন্ত্রীর গ্রন্থ ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা-প্রেক্ষিতঃ বাংলাদেশ’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, লাখো শহীদের রক্তে স্বাধীন বাংলাদেশের বুকে চেপে বসা সাম্প্রদায়িকতা, স্বৈরতন্ত্র ও বিচারহীনতার অপসংস্কৃতির জগদ্দল পাথর সরিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মহাসংগ্রামে রয়েছি আমরা। গণমাধ্যম এ পথ চলায় গণতন্ত্রের সঙ্গী। গণতন্ত্রের সাথে গণমাধ্যমেরও প্রাতিষ্ঠানিকীকরণ এ সংগ্রামের অংশ।

আজ সোমবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশ বিতানের সামনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার গবেষণাগ্রন্থ ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা-প্রেক্ষিত: বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচনকালে একথা বলেন। ‘হার না মানা গণতন্ত্রের সৈনিক এদেশের প্রত্যেক গণমাধ্যমকর্মীকে’ তিনি উৎসর্গ করেছেন বইটি।

হাসানুল হক ইনু বলেন, সংবিধানে দেয়া মানবাধিকার সমুন্নত রেখে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে গণমাধ্যমের পবিত্রতা রক্ষা, প্রসার ও বিকাশ ঘটানোর চ্যালেঞ্জ মোকাবিলার দৃষ্টিভঙ্গি থেকেই দীর্ঘ ৪ বছরের গবেষণার ফসল হিসেবে ‘গণমাধ্যম, গণতন্ত্র ও সাংবাদিকতা-প্রেক্ষিত: বাংলাদেশ’ গ্রন্থটি প্রণীত।

তার ওপর অর্পিত তথ্যমন্ত্রীর দায়িত্বকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, একদিকে সংবিধানে দেয়া স্বাধীনতা রক্ষা আবার অপরদিকে গণমাধ্যমের দায়বদ্ধতা ও পবিত্রতা রক্ষা করে এর বিকাশ ও প্রকাশকে সহায়তা করার দায়িত্ব পালনকালে যে গবেষণা করতে হয়েছে, তারই লিপিবদ্ধ রূপ এই বইটি।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, একুশে পদকপ্রাপ্ত ড. অরূপ রতন চৌধুরী, অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলামসহ বিপুল সংখ্যক অতিথি মোড়ক উন্মোচনে অংশ নেন।

হাসানুল হক ইনু এ সময় তার গবেষণাপত্র, লেখনী সংকলন, গবেষণাপ্রসূত বক্তব্য ধারণ ও লিপিবদ্ধকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণমাধ্যমকে হলুদ সাংবাদিকতা, অশ্লীলতা, মিথ্যাচার, গুজব ও জঙ্গি উস্কানির হাত থেকে রক্ষা করার একটি কৌশলপত্র হিসেবেও এ বইটি গণমাধ্যম ও গণতন্ত্রচর্চাকারীদের কাজে আসতে পারে।

অন্যপ্রকাশ প্রকাশিত বইটিতে ‘গণমাধ্যম, সাংবাদিকতা ও বাংলাদেশ’, ‘জঙ্গি-সন্ত্রাস ও ইসলামভীতি মোকাবিলা এবং গণমাধ্যম’, ‘আমাদের চলচ্চিত্র-আমাদের গর্ব’, ‘আমাদের গণমাধ্যমঃ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী’, ‘সাংবাদিক নিরাপত্তা’, ‘বেতার ঃ যাপিত জীবনের প্রতিধ্বনি’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের গণমাধ্যম’, ‘প্রাথমিক শিক্ষা ও সাংবাদিকতা’, ‘ব্যবসা-বাণিজ্য ও সাংবাদিকতা’, ‘দুর্যোগ মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন ও সাংবাদিকদের ভূমিকা’, ‘চলচ্চিত্র ও সাংবাদিকতা’, ‘সাংবাদিকতার দায়বদ্ধতা’, ‘আমাদের সংস্কৃতি ও গণতন্ত্রের ধারা’, ‘রাজনীতি, প্রশাসন ও গণতন্ত্র’, ‘টেলিভিশন ও কেবল টিভি নেটওয়র্ক’, ‘মুুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও জঙ্গিবাদের স্বরূপ’, ‘পঞ্চাশ বছরে বাংলাদেশ টেলিভিশন’, ‘কমিউনিটি বেতার ঃ তৃণমূলকে আনে টেকসই উন্নয়নে’, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য মন্ত্রণালয়’, ‘বাংলাদেশঃ গণমাধ্যমের এই সময়’ শীর্ষক কুড়িটি অধ্যায় রয়েছে।

রাজনীতিক, গণমাধ্যমকর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়-কলেজে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক-শিক্ষার্থী ও এ বিষয়ে আগ্রহীদের কাছে বইটি সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন মোড়ক উন্মোচনে আগত অতিথিবৃন্দ।

এর আগে হাসানুল হক ইনু’র ‘তিন দাগে ঘেরা বাংলাদেশ’, ‘বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর উপস্থিতি’,‘গণতান্ত্রিক সংগ্রামের নয়া কৌশল’ বইসমূহ ছাড়াও দুইশতাধিক রাজনৈতিক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

এর পরপরই ড. অরূপ রতন চৌধুরীর ‘তামাক ও ধূমপান: মেয়েদের জন্য সমান ক্ষতিকর’ বইটির মোড়ক উন্মোচন করেন ও বইটি সবার পড়া উচিত বলে উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com