ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগামী ২৮ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার টিকা দেয়ার কাজ শুরু করা হবে আগামী ২৮ জানুয়ারি। প্রথমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদেরও টিকা দেয়া হবে।’
ঢামেক পরিচালক জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান আগেই নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই আগামী ২৮ জানুয়ারি সকাল থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। এছাড়া সবাইকে ধীরে ধীরে টিকা নেয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। টিকা দেয়ার সময় নার্স, স্বেচ্ছাসেবী ও ঢামেকের চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার পর ওই ব্যক্তিকে আধাঘণ্টা অবজারভেশনে রাখা হবে।
বাংলা৭১নিউজ/এআর