ঢাবি ছাত্রী ধর্ষণ সাবেক ভিপি নূরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতাকে রোববার (১১ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বববদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানায় করা ধর্ষণ অপহরণের অভিযোগে গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রোববার তাদের চার নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে। এই চার নেতার মধ্যে সাইফুল ও ও নাজমুলও আছেন। অপর দুই নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ।
বাংলা৭১নিউজ/এবি