রাজধানী ঢাকার টঙ্গী-বিমানবন্দর সেকশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঐ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাবল লাইন থাকায় অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টঙ্গী-বিমানবন্দর সেকশন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এতে কমলাপুর থেকে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ