বিপিএল চট্টগ্রাম পর্ব শেষ হতে বাকি আরও দুদিন। কিন্তু বিপিএলের এক দল আজই খেলে ফেলছে টুর্নামেন্টের শেষ ম্যাচ।
দুর্দান্ত ঢাকা বিপিএল থেকে বিদায় নিয়েছে অনেক আগে। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর দুর্দান্ত ঢাকা ম্যাচ জিতেনি আর একটিও। টানা ১০ হারের তিক্ত অভিজ্ঞতা তাদের সঙ্গী।
আজ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যারা প্লে’ অফের লড়াইয়ে টিকে আছে ভালোভাবেই। ১০ ম্যাচে ৫ জয় চট্টগ্রামের। হেরেছেও ৫ ম্যাচ। শেষ ২ ম্যাচে নিজেদের পক্ষে ফল আনতে পারলে প্লে’অফে যাবে দলটি। সেই মিশনে টস জিতে ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
দুই দলের প্রথম মুখোমুখিতে চট্টগ্রাম ৬ উইকেটে তাদেরকে হারিয়েছিল। আজ ঢাকা শুধু প্রতিশোধ-ই নয় জয় দিয়ে বিপিএল শেষ করতে পারে কিনা সেটাও দেখার।
দুর্দান্ত ঢাকা একাদশ:
তাসকিন আহমেদ, সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, শরিফুল ইসলাম, নাঈম শেখ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, চতুরঙ্গ ডি সিলভা, শেন উইলিয়ামসন, অ্যালেক্স রস ও ম্যাথউ রসিংটন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
জস ব্রাউন, তানজিদ হাসান তামিম, শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, রোমারিও শেফার্ড, সৈকত আলী, থমাস চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, সালাউদ্দিন শাকিল ও বিলাল খান।