বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ৬ মাসের এক চুরি হওয়া শিশু এক দিন পর জয়পুরহাটের চকশ্যাম জিতারপুর থেকে শিশুটিকে উদ্ধার ও এক নারীকে আটক করেছে পুলিশ। আটকৃত নারী জেলার আক্কেলপুর উপজেলার চক তাহের গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নাসিমা আক্তার।
জয়পুরহাট সদর থানা ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণখান থানা এলাকার ভাড়াটিয়া ভাবে বসবাসকারী কাঁচা মাল ব্যবসায়ী আজিজুল হকের ৬ মাসের শিশু কন্যা সুমাইয়া তার বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া ওই শিশটিকে শনিবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় শিশু চুরির অপরাধে নাসিমা নামে ওই নারীকে আটক করে। এ ঘটনায় মামলার জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস