বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পলিথিনের বিকল্প আবিষ্কার করেছে পাট গবেষণা ইনস্টিটিউট : নানক শিশু কিডনী চিকিৎসক সোসাইটির প্রেসিডেন্ট হলেন ডা. আফরোজা বেগম ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন ওষুধের গুণগতমান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী যখন ডিফেন্স করা দরকার ছিল তখন ওরা মারতে গেছে, কী আর বলবো ‘প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার’ চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ ২৪৬ কোটি টাকায় ৪০ টন ডিএপি সার কিনবে সরকার ডিএমপিতে আট কর্মকর্তাকে পদায়ন টাঙ্গাইলে দাঁড়ি‌য়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২ ‘আপত্তিকর’ খবর প্রকাশ, তীব্র প্রতিবাদ তাসকিনের সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন স্পিকার সুনীল অর্থনীতি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নদ-নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে বাঁধের ১১ স্থান ‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস : মোদি দুপুরের মধ্যে যে ১৭ অঞ্চলে ঝড় হতে পারে অবৈধ সম্পদ : স্ত্রীসহ রাজউক পরিচালকের বিরুদ্ধে মামলা সৌদি থেকে দেশে ফিরেছেন ৪৩ হাজার ৮৩ হাজি কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপার কোয়ার্টারে ব্রাজিল

রাজধানীর ফুটপাত বিক্রি-লিজ দিচ্ছেন কারা জানতে চান হাইকোর্ট

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানির পর আজ সোমবার রুলসহ এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের বেঞ্চ।

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্ম পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঢাকার ১৫টি থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ঢাকার ফুটপাত দখল করে আর যেন স্থায়ী-অস্থায়ী দোকান বা স্থাপনা বসাতে না পারে, সে ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও তালিকা করতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ‘

তিনি আরো বলেন, ‘ঢাকার দুই মেয়র, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ দিয়েছেন আদালত।  আদালত বলে দিয়েছেন কমিটিতে দুই সিটি করপোরেশন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে একজন করে উচ্চপদস্থ কর্মকর্তাকে দিয়ে এই কমিটি করতে। ‘

রাজধানীর ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া নৈরাজ্যের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখলে থাকায় সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তা ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব যাদের তারা সেই দায়িত্ব পালন করছে না। সে কারণে জনস্বার্থে রিট আবেদনটি করা হয় বলে জানান এই আইনজীবী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com