বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা-১০ : নিরুত্তাপ নির্বাচন শনিবার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-১০ আসনের উপনির্বাচন। কিন্তু এ নির্বাচনে কোনো আমেজ বা উত্তাপ নেই। নেই কোনো উৎসাহ-উদ্দীপনা। এলাকার বেশিরভাগ লোক জানেন না কবে হবে এই উপনির্বাচন। এলাকায় কোনো মিছিল নেই, মিটিং নেই, মাইকের শব্দ নেই। এমনকি ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ারও সেই পুরোনো রীতিও চোখে পড়ছে না। এক কথায় আগামী শনিবার ঢাকা-১০ আসনে নিরুত্তাপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজহার আলী জিগাতলার মনেশ্বর রোডে বাস করেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসে গিয়ে বাসায় ফেরেন রাতে। আগামী শনিবার ঢাকা-১০ আসনের উপনির্বাচন এই খবরটা তার জানা নেই। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার এলাকায় উপনির্বাচন কবে হচ্ছে। তিনি বলতে পারেননি। আজহার আলীর মতো ঢাকা-১০ আসনের আরও কমপক্ষে অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা হয়েছে এ প্রতিবেদকের। তাদের অধিকাংশই বলতে পারেননি কবে হবে তাদের আসনের উপনির্বাচন।

এ খবর না জানার কারণ হিসেবে তারা বলেন, এলাকায় নির্বাচনের কোনো প্রচারণা নেই, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নেই। গত মেয়র নির্বাচনের সময় পোস্টার, ফেস্টুনে আাকাশ ঢেকে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তাছাড়া প্রতিটি পাড়া মহল্লার লোক রাস্তায় নেমে এসেছিল। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্নভাবে প্রচার প্রচারণা চলতো। এখন তো সে অবস্থা নেই। সে কারণেই অধিকাংশ লোক জানে না ভোটের খবর। এছাড়া লোকজন আরও বলছেন, করোনার যে আতঙ্ক তার মধ্যে ভোট দিতে যাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।

এ বিষয়ে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। ঢাকা-১০ আসনের জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আমরা নির্বাচনী প্রচারণার কৌশল পরিবর্তন করেছি। বড় ধরনের কোনো সমাবেশ, মিছিল বা বৈঠকও করছি না।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ডিজিটাল হয়েছে তাই নির্বাচনী প্রচারণায়ও আমরা ডিজিটালের দ্বারস্থ হয়েছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি।

এত প্রচার-প্রচারণার পরেও গত মেয়র নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল, এবার এ অবস্থায় কি ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে আবদুর রহমান বলেন, আমরা মানুষকে বুঝাচ্ছি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। ভোটার উপস্থিতি যাতে বাড়ে সে জন্য আমরা নানা পরিকল্পনা গ্রহণ করেছি। প্রয়োজন বোধে পরিবহন সুবিধা দেয়ার কথাও ভাবছি। ঢাকা-১০ আাসন এলাকায় যানচলাচল বন্ধ করা হবে না।

বাংলা৭১নিউজ/এফআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com