বাংলা৭১নিউজ, টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কি.মি. রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল থেকে বৃষ্টি ও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক মো. শাহদাৎ হোসেন জানিয়েছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে যানবাহনের চাকার ঘর্ষণে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।
মহাসড়কের দেরুয়া রেলক্রসিংয়ের পূর্বপাশে সৃষ্ট বড় ধরনের গর্তের কারণে মালবোঝাই ট্রাকের চালু ইঞ্জিন বন্ধ হয়ে গতি থেমে যাচ্ছে। এতে যানবাহনের দীর্ঘ যানজট বাড়ছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বেশি দেখা গেছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস