বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান বেনাপোলে চালু হলো কার্গো টার্মিনাল, কমবে ভোগান্তি বাড়বে বাণিজ্য জাবি থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সংস্কার চান তারেক রহমান শহীদ আবদুল্লাহর বাড়িতে উপদেষ্টা সাখাওয়াত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভায় পদবঞ্চিতদের হামলা ৩০ নভেম্বরের পর আর হজের নিবন্ধন করা যাবে না প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে : হাসান আরিফ ড. ইউনূসকে বই উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী ঢাবি ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটসের দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের পুনর্বাসন করা হবে: সালাউদ্দিন ঢামেকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের প্রতিশ্রুতি ড. ইউনূসের জয় বাংলা স্লোগান দিয়ে সোলাইমান বললেন, শেখ হাসিনা আবার আসবেন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর, ফি বেড়েছে ১০০ টাকা কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রলীগের সংঘর্ষ: দুই হল বন্ধ ঘোষণা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১ অক্টোবর) সকালে মাদরাসার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বন্ধ ঘোষিত হল দুটি হলো- আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল। ঘোষণা অনুযায়ী এরই মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়েছেন। এরপর হল দুটি সিলগালা করেছে মাদরাসা প্রশাসন।

মাদরাসার অধ্যক্ষ ও হল সুপারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাদরাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

হল বন্ধের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদরাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়— এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

এদিকে, আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হলের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মাদরাসা প্রশাসন। এ কমিটি সোমবার (২ অক্টোবর) ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।

অধ্যক্ষের সই করা পৃথক নোটিশে বলা হয়, কাশগরী ও ইব্রাহিম হলে গত ২৮ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে ঘুমন্ত ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা, হলে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই রাতে হলে অবস্থান করা ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবে তদন্ত কমিটি। ২ অক্টোবর সকাল ১০টায় মাদরাসার ১১৩ নম্বর কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে। যথাসময়ে উপস্থিত হয়ে সত্য উদঘাটনে তদন্ত কমিটিকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান অধ্যক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com