শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

ড্রেসিং রুমে ফ্রান্স-ক্রোয়েশিয়া, প্রস্তুত সমর্থকরাও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে স্টেডিয়ামে এসেছে ফ্রান্স দল। তার কিছুপর  অর্থাৎ  স্থানীয় সময় তিনটার কিছু পরে (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) স্টেডিয়ামে প্রবেশ করেছে ফাইনালের অপর দল ক্রোয়েশিয়া। ড্রেসিরুমে দুই দল যখন অবস্থান করছিলো, ঠিক তখনই লুঝনিকির বাইরে প্রস্তুতি নিচ্ছে দু’দলের সমর্থকরাও।

ম্যাচ শুরুর হওয়ার ঘন্টা তিনেক আগেই লুঝনিকির স্টেডিয়ামের আশপাশ দখলে নিয়েছে তারা। শুধু ক্রোয়েশিয়া- ফ্রান্স বললে ভুল হবে ফাইনালে দেখা মিলছে বহু দেশের ফুটবল প্রেমীদের। কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আবার আর্জেন্টিনার জার্সি। কেউ এসেছে রাশিয়ার জার্সি পরে।

বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবল প্রেমীদের দেখা মিলেছে লুঝনিকিতে। আর্জেন্টিনার সার্জি লিও নামে এক দর্শক জানান, আর্জেন্টিনা ফাইনালে উঠবে এবং শিরোপা জিততে এই আশা করেই ফাইনালের টিকেট কেটে রেখেছিলাম। বিমানের টিকেটও আগে করা ছিলো তাই মনে না চাইলে খেলা দেখতে এসেজি। লিও’র মতো অনেক ব্রাজিলিয়ান ব্রাজিল ফাইনালে উঠবে বলে আগে ভাগেই টিকেট কেটে রেখেছিলো। তারা এসেছে ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল দেখতে।

তাদের মাঝে উত্তাপ দেখা না গেলে স্টেডিয়ামের নেচে গেয়ে মাতিয়ে রেখেছে ফরাসি সমর্থকরা। ক্রোয়েশিয়ার চেয়ে এদিন এদের সংখ্যাও বেশি দেখা যাচ্ছে। উপচে পরা  ভিড় লক্ষ্য করা গেছে অফিসিয়াল স্যুভিনির সপে। এসব দোখান থেকে শেষ মুহুর্তে বিশ্বকাপের স্মৃতি স্মম্বলিত স্যুভিনির কিনছেন ফাইনাল দেখতে আসা দর্শকরা।

৩২টি দল, ৬৪টি ম্যাচ আর ১১ শহরের ১২টি সুসজ্জিত ভেন্যুর নানা চমকের বিশ্বকাপ অবশেষে শেষ হতে চললো। ৩২ দল থেকে বিদায় নিতে নিতে বাকি রয়েছে আর মাত্র দুটি-ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এরই মধ্যে দু’বার বিশ্বকাপের ফাইনাল খেলে ফেলেছে ফ্রান্স। আর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠলো ক্রোয়াটরা। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম থেকে কে তুলে ধরবে বিশ্বকাপের সোনালি ট্রফিটা? হুগো লরিস নাকি লুকা মদরিচ।  তার উত্তর মিলবে কয়েক ঘন্টা পর।

কী ঘটবে লুঝনিকিতে ফ্রান্সের পুনরাবৃত্তি না ক্রোয়েটদের রূপকথা। ক্রোয়েট দর্শকরাও ভেবে নিয়েছে রূপকথাই ঘটতে যাচ্ছে লুঝনিকিতে। এরইমধ্যে রাশিয়ায় উপস্থিত হয়ে বিস্ময়ের জন্ম দেয়া হলিউড সুপারস্টার উইল স্মিথর স্টেডিয়ামের ভিতরে উপস্থিতি হয়ে সঙ্গীদের নিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি সারছেন। উইল স্মিথের পাশে আছেন কসোভার গায়িকা ইরা ইস্ত্রেফি।

সব মিলিয়ে দারুন এক বিশ্বকাপ পরিসমাপ্তির দিকেই এগুচ্ছি। এখানে আজ এক দল সোনালি ট্রফিটি উঁচিয়ে  ধরবে, অন্য দল প্রতিক্ষায় থাকবে আগামীর জন্য। হয়তো সেটা হতে পারে ক্রোয়েটদের ইতিহাস, নতুবা ফ্রান্সের ট্রফি জয়ের পুনরাবৃত্তি।  সৌজন্যে: মানবজমিন অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com