শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ডিবির বরখাস্ত হওয়া এএসআই ইয়াবাসহ গ্রেপ্তার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ২৫৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির পৌনে তিন লক্ষাধিক টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ সদস্যরা। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে সদর উপজলোর সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় র‌্যাব মাদক বহনের কাজে ব্যবহৃত সালাউদ্দিনের ব্যক্তিগত একটি সাদা রঙের প্রাইভেটকার ও মাদক ব্যবসার সহযোগী রনিকেও আটক করে। এ ছাড়া গাড়িতে থাকা ডিবি পুলিশের একটি জ্যাকেট, আইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১-এর সদর দপ্তরে ভারপ্রাপ্ত সিও মেজর আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ থেকে আসা বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে সালাউদ্দিন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সোমবার ভোররাতে সেখানে অভিযান চালায় এবং ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় সালাহউদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মেজর আশিক বিল্লাহ আরো জানান, সালাহউদ্দিনকে গ্রেপ্তারের জন্য র‌্যাব বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে এর আগে সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মাদকের মামলা রয়েছে। তিনি এ দুই মামলায় পলাতক থেকে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

র‍্যাব কর্মকর্তা জানান, সালাহউদ্দিন ২০০৩ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। গত বছর এএসআই হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাঁকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে স্থানান্তর করা হয়। ডিবিতে যোগদানের পর থেকেই টেকনাফের শীর্ষস্থানীয় ইয়াবা ব্যবসায়ীসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের সঙ্গে সালাহউদ্দিনের সখ্য গড়ে ওঠে। ওই সময় থেকেই তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

আট মাস আগে জেলা পুলিশ প্রশাসন থেকে তাঁকে প্রত্যাহার করা হয়। তিনি চাকরিতে যোগ না দিয়ে আত্মগোপন করে পুরোপুরিভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। নিজেকে ডিবির এএসআই পরিচয় দিয়েই এত দিন সশরীরে মাদক বহনসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগে গত ২৩ জুলাই র‌্যাব সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সালাউদ্দিনের বাসায় তল্লাশি করে পাঁচ হাজার ৬২০টি ইয়াবা ও মাদক বিক্রির নয় লাখ টাকা উদ্ধার করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com