বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নতুন থানায় বদলি করা হয়েছে।
সম্প্রতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে চকবাজার থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদারকে তেজগাঁও থানায়, তেজগাঁও থানার মো. মাজহারুল ইসলামকে সূত্রাপুর থানায়, লালবাগ থানার ওসি সুবাস কুমার পালকে চকবাজার থানায় ও সূত্রাপুর থানার ওসি কে এম আশরাফ উদ্দিনকে লালবাগ থানায় পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএ.আর