শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোটি টাকার জমি অস্বীকার করলেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী আফগানিস্তান সিরিজ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা বাংলাদেশি আইনজীবীর স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক জাতীয় পার্টি অফিসের সামনে পুলিশের কড়া পাহারা হাওড়ায় আতশবাজির আগুনে প্রাণ গেলো তিন শিশুর নতুন স্বপ্ন কমলার, পুরনো প্রতিশ্রুতিতে ট্রাম্প ছিনতাই-ডাকাতি-খুন বেশি ঢাকার যে এলাকায় ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব শফিকুল আলম জন্মনিবন্ধন ও নাগরিক সনদে কিউআর কোড চায় ইসি চাঁদা না পেয়ে বিএনপি নেতাসহ ৫ জনকে কুপিয়ে হত্যা চেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই সাফ চ্যাম্পিয়নদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ইসরায়েলের অভিযান : গাজায় একদিনে ৫০ শিশুসহ নিহত ৮৪ ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’ ‘পলো বাওয়া উৎসব’ দেখতে আদমপুর বিলে মানুষের ঢল বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ

ডিএমপির অনুষ্ঠান: আওয়ামী লীগ-বিএনপি নেতারা এক টেবিলে

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

রাজনীতিতে মুখোমুখি অবস্থানে থাকা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের আজ এক অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন চেহারায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এক টেবিলে বসলেন তাঁরা। করলেন কুশল বিনিময়। আজ শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। বরকতউল্লা বুলু ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব রহমান, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার সঙ্গে এক টেবিলে বসেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানস্থলে এসে বিএনপি নেতাদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় ও করমর্দন করেন। সাম্প্রতিক সময়ে পুলিশের কোনো অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের এই উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে।

এ ব্যাপারে আজ রাতে যোগাযোগ করা হলে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, ‘ডিএমপি দাওয়াত করেছে তাই আমি ও বুলু ভাই সেখানে গিয়েছি। পুলিশ সরকারের নয়, রাষ্ট্রের। সাংবিধানিক আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের সবকিছু করতে হবে।’ তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে ১৯৭৬ সালের এই দিনে ডিএমপি প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পুলিশের আধুনিকায়ন, তাদের নতুন অস্ত্রে সজ্জিতকরণসহ অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে পুলিশকে কনকর্ড প্লাজা দেওয়া হয়েছিল।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারবাগে এসে শেষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিকেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর ডিএমপির সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেন। অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও ডিএমপির শিল্পীরা এতে অংশ নেন।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com