বাংলা৭১নিউজ,ঢাকা: বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ডিইউজে (ঢাকা সাংবাদিক ইউনিয়ন) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে।
শনিবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেলে ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে পাঁচ প্যানেলে ৮৯ প্রার্থী।
নির্বাচনে সভাপতি প্রার্থীরা হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা।
সহ-সভাপতি প্রার্থীরা হলেন- আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন, মো. মোশারফ হোসেন।
সাধারণ সম্পাদক পদে ৮ প্রার্থী। তারা হলেন- আকতার হোসেন, অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী ৫ জন। তারা হলেন- খায়রুল আলম, মনিরুজ্জামান উজ্জ্বল, মহিউদ্দিন কাদের, মানিক লাল ঘোষ, রফিক আহমেদ।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী ৪ জন- আশরাফুল ইসলাম, জগলুল কবির নাসির, রেজাউল করিম, শাহাদাৎ রানা।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ৫ জন- এ জিহাদুর রহমান জিহাদ, গোলাম মুজতবা ধ্রুব, মতলু মল্লিক, মামুন আবেদীন, শফিক রহমান।
প্রচার সম্পাদক পদে প্রার্থী ৪ জন- আছাদুজ্জামান, একেএম ওবায়দুর রহমান, এম শাহজাহান, কায়সার হাসান।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী ৫ জন- দুলাল খান, ফজলুল হক বাবু, মহিউদ্দিন পলাশ, মোস্তফা কামাল সুমন মোস্তফা, মো. সাজেদুল ইসলাম রাজু।
জনকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ৫ জন- এম জহিরুল ইসলাম, জাহিদা পারভেজ ছন্দা, সমীরন রায়, সোহেলী চৌধুরী, রাজীব উদ দৌলা চৌধুরী।
দফতর সম্পাদক পদে প্রার্থী ৪ জন- আমানউল্লাহ আমান, এম সাইফ আলী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন। তারা হলেন- অনজন রহমান, অজিত কুমার মহলদার, আকলিমা বেগম লিমা, আনিছুর রহমান, আব্দুল বাসেত আকন, আব্দুস সালাম, ইব্রাহিম খলিল খোকন, ইসমত জেরিন, ইস্রাফিল হাওলাদার, এএম শাহজাহান মিয়া, এম মামুন হোসেন, এসএম বাবুল হোসেন, জাফর আহমদ, জিএম মাসুদ ঢালী, নাইম আহমেদ জুলহাস, নাসির উদ্দিন বুলবুল, ফারুক মজুমদার, মহসিন বেপারী, মো. আনিসুর রহমান রাহাদ, মোহাম্মদ মহসীন আলী, মোতাহার হোসেন, মো. সফিউর রহমান, মো. রফিকুল ইসলাম, রাজু হামিদ, ফারজানা সুলতানা, শেখ মোহাম্মদ আমিনুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহনাজ পারভিন এলিস, শাহিন বাবু, সাকিলা পারভিন, সিকে সরকার, সালাম মাহমুদ, সালাহ উদ্দিন আহমেদ, সলিম উল্লাহ সেলিম, সায়েদুল ইসলাম বাদল, সাহীন কাওসার, সুরাইয়া অনু, সিদ্ধার্থ শংকর ধর।
বাংলা৭১নিউজ/এফএ