মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব ধানমন্ডির কাকলি হাইস্কুল ও না.গঞ্জের ডিপিডিসি অফিসে দুদকের অভিযান দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস ভেঙেই গেল জেনিফার লোপেজের চতুর্থ সংসার জিয়া অরফানেজের সব অর্থ ব্যাংকে জমা আছে তিন রাতে ৩০ সেচযন্ত্র চুরি, হুমকিতে ৩০০ বিঘা জমির ফসল ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩ রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে নতুন দুই কমিটি গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডাকাতিসহ হত্যা মামলা ৩ জনের মৃত্যুদন্ড, ১৯ জনের যাবজ্জীবন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আদমপুর গোহালবাড়ী গ্রামে ডাকাতি করার সময় ডাকাতদের গুলিতে চয়ন সরকার (২৫) নামক এক যুবককে হত্যার দায়ে ৩ ডাকাতকে মৃত্যুদন্ড, ১৯ ডাকাতকে যাবজ্জীবন কারাদন্ড এবং তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা মঙ্গলবার সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালতে ৫ আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার আমলীপুর গ্রামের সেকান্দর আলীর পুত্র উছমান গনি (৩৯),  সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টেঙ্গা গ্রামের মোস্তফা বেপারীর পুত্র কাওসার আহমেদ(৩৭) এবং শাল্লা উপজেলার চাঁনগাও গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র (পলাতক) তাহের (৩২)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে, শহীদ মিয়া (পলাতক),  জ্যোতি (পলাতক), মহিবুর ডাক্তার (পলাতক), রমজান মিয়া, (পলাতক)  সিদ্দিক (পলাতক), মনু মিয়া (পলাতক), ইসলাম উদ্দিন (পলাতক), শাহজাহান (পলাতক), কবির (পলাতক), রইস আলী,  জিয়াউল হক (পলাতক), শফিক (পলাতক), দিদার (পলাতক), খলিল (পলাতক), আক্কাস (পলাতক), হিরা, কইল্যা ওরফে ওস্তার আলী (পলাতক), শুকুর (পলাতক) এবং রইক্যা ওরফে রহিম। মামলা চলাকালে এক আসামীর মৃত্যু হয়। এদের সকলের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে।

জেলা জজ আদালতের পিপি (চলতি দায়িত্বে) সাইফুল আলম প্রদীপ জানান, খালিয়াজুরী উপজেলার আদমপুর গোহালবাড়ী গ্রামে বিগত ২০১১ সনের ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে ২৫/৩০ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল মনোরঞ্জন সরকারের বাড়িসহ আরো তিনটি বাড়িতে ডাকাতি করার সময় গ্রামবাসী টের পেয়ে ডাকাত দলকে ঘেরাও করে ফেলে।

এ সময় ডাকাতরা এলোপাথারি বন্দুকের গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ডাকাতের গুলিতে চয়ন সরকার(২৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত চয়নের বাবা মনোরঞ্জন সরকার বাদি হয়ে ঐদিনই অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে খালিয়াজুরী থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বিগত ২০১৩ সনের ২৪ জানুয়ারী ২৩ জন ডাকাতের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলা চলাকালীন সময়ে আক্কাস (২৫) নামে একজন আসামীর মৃত্যু হয়। বিজ্ঞ বিচারক ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণাদি গ্রহনান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল লতিফ খান।

বাংলা৭১নিউজ/জেএস

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com