বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: যশোর সদর উপজেলায় বুধবার ভোরে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন ডাকাত নিহত হয়েছে।
পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ‘রাত তিনটার দিকে টেলিফোনে খবর পাই, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় দু দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি করাত, কিছু দড়ি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়।
ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে দ্বন্দ্বে গোলাগুলিতে এদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই দু জনের মৃত্যু হয়।
নিহত দুজনের মধ্যে একজনের পরনে চেক লুঙি ও শার্ট এবং অপরজনের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেনজি রয়েছে। বয়স যথাক্রমে প্রায় ৩৫ ও ৪৫ বছর।
বাংলা৭১নিউজ/জেএস