বাংলা৭১নিউজ, প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লতিফুল (২৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। লতিফুর বালিয়াডাঙ্গী উপজেলার ধোলাই বস্তি গ্রামের আলিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ভোর ৪ বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৩৮২ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে লতিফুল। এসময় ভারতের বিএসএফ’র সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় লতিফুল ইসলাম গুরুতর আহত হলে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের ইসলামপুর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খাদেমুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস