ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছে এক যুবক। এ সময় ঐ যুবক কানে হেডফোন লাগিয়ে মােবাইলে গান শুনছিলেন বলে জানা যায়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সােয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শিপন পাল (২৭)।
তিনি বায়তুল আমান নদী ভাঙ্গা বস্তিতে থাকতেন। তার পিতার নাম শাহজাহান পাল। যুবকটির মানসিক সমস্যা আছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয়রা জানায়, রাতে ভাঙ্গা হতে রাজবাড়িমুখী লােকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শিপন। এসময় তিনি কানে হেডফোন লাগিয়ে মােবাইল গান শুনছিলেন। কোতােয়ালি থানার ওসি(তদন্ত) এনায়েত করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে