রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

ট্রাম্পের যৌনতার গোপন ভিডিও রাশিয়ার কাছে!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিশ্বাস, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক প্রমাণ রাশিয়ার কাছে আছে। বিবিসির সাংবাদিক পল উড সিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্য দ্য ইনডিপেনডেন্ট।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো বলেছে,রাশিয়ার কাছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এবং অর্থনৈতিক বিষয়ক গোপন তথ্য রয়েছে। সিএনএন, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম গোয়েন্দাদের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

ওয়াশিংটন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে পল উড জানিয়েছেন, তিনি ট্রাম্পের ব্যক্তিগত তথ্য রাশিয়ার হাতে থাকার বিষয়ে সিআইএয়ের সঙ্গে কথা বলেছেন। সংস্থাটি তাকে জানিয়েছে, ট্রাম্পের অবৈধ যৌন কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক ভিডিও ও অডিও রেকর্ডিং রাশিয়ার কাছে আছে এবং যে সূত্র থেকে তারা এ তথ্য পেয়েছে তা বিশ্বাসযোগ্য।

পল উড বলেন, ‘ ধারণা করা হচ্ছে কেবল ভিডিওই নয়, বরং একাধিক অডিও টেপ, বিভিন্ন তারিখের এবং কেবল মস্কোরই নয় বরং পিটার্সবার্গেরও রয়েছে।’

ট্রাম্প সম্পর্কিত এসব গোপন প্রতিবেদন তৈরি করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম-সিক্সিটিনের প্রাক্তন গোয়েন্দা ক্রিস্টফার স্টিল। ধারণা করা হচ্ছে, গত বছর মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান দলের ভেতেরই ট্রাম্পবিরোধী শিবিরের জন্য এ প্রতিবেদন তৈরি করা হয়েছিল। কূটনৈতিক পরিচয়ে রাশিয়া ও প্যারিসে বেশ কয়েক বছর কাজ করেছেন ক্রিস্টফার। চাকরি থেকে অবসরের পর তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইকে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার দুর্নীতির বিষয়ে তথ্য সরবরাহ করেছিলেন তিনি।

এদিকে, বুধবার সংবাদ সম্মেলনে, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশ করা এসব খবরকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘এ ধরনের তথ্য কখনোই লেখা উচিত হয়নি এবং নিঃসন্দেহে প্রকাশ করাও উচিত হয়নি।পুরোটাই ভুয়া খবর। অবাস্তব ব্যাপার। এমনটি কখনোই ঘটেনি। অসুস্থ লোকজনই এ ধরনের খবর প্রকাশের জন্য দায়ী।’

রাশিয়াও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট; এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।’

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com