বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিচয় মিলেছে জয়ন্তী নদীর পাড়ে পড়ে থাকা নারী-শিশুর বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা শাপলা চত্বর ম্যাসাকার, হাসিনা-বেনজিরসহ ৫ জনের নামে পরোয়ানা জারি ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট, সতর্ক থাকার নির্দেশ বাধা উপক্ষে করে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান-লাঠিচার্জ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছে মিলল ৫০ লাখ টাকার সোনা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাদ ও বাংলাদেশ ৫ দফা দাবি আদায়ে চিকিৎসকদের মহাসমাবেশ ১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় প্লেনকে প্রতিহত করল মার্কিন যুদ্ধবিমান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে সাময়িক নিষিদ্ধ আকাশসীমায় উড়ন্ত বেসামরিক প্লেনকে প্রতিহত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধবিমান। 

এ নিয়ে চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ২০টির বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল।

নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছৈ। এতে বলা হয়, রবিবারের ঘটনায় বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ যুদ্ধবিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়।

ট্রাম্প তার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে এক দফা খেলা শেষ করার পর এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ট্রাম্প তার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাব ও বাসভবন থেকে গলফ কোর্সে পৌঁছানোর পরেই শনিবার সকালে যুদ্ধবিমানগুলো একটি অভিযান চালায়।

কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ফ্লোরিডার মারাত্মক ঘিঞ্জি আকাশসীমায় বিমানের অনধিকারপ্রবেশের ফলে যুদ্ধবিমান তড়িঘড়ি প্রতিহত করতে বাধ্য হয়, তবে এতে ট্রাম্পের কর্মসূচি বদলায়নি বা তার নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি। এনওআরএডি বলছে, মাটি থেকে আগুনের শিখাগুলো দেখা যেতে পারে, তবে সেগুলো দ্রুত পুড়ে গেছে এবং কোনও বিপদ ঘটায়নি।

ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ীভাবে বিধিনিষেধ বজায় রাখেন, যা ক্লাবটির ৩০ নটিক্যাল মাইল ব্যসার্ধ জুড়ে বিস্তৃত।

নিয়ম লঙ্ঘন ও বিমান প্রতিহত করার ঘটনা প্রায়শই ঘটে, তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে এনওআরএডি সতর্কতা জারি করেছে; তারা বলছে, ২০টির বেশি ঘটনা তারা মোকাবিলা করেছে এবং বিধিনিষেধ না মানার জন্য বেসামরিক বিমানচালকদের দায়ী করা হয়েছে; উড়াল দেওয়ার আগে আকাশসীমায় কী কী বিধিনিষেধ রয়েছে তা তাদের জানা দরকার, এমনটাই জানিয়েছে এনওআরএডি।

এনওআরএডির কমান্ডার ও যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড জেনারেল গ্রেগরি গিলট এক বিবৃতিতে বলেছেন, প্লেনের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে টিএফআর (সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা) মেনে চলা একান্ত জরুরি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com