রাজধানীর সড়কে যানজটের ভোগান্তি নিরসনে কাজ করে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এরই ধারাবহিকতায় বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এক হাজার ৩১১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সেই সঙ্গে এসব মামলায় আইন লঙ্ঘনকারীদের ৯৫টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
তিনি জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক হাজার ৩১১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত মামলায় ৯৫টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ