হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান চৌধুরী বলেন, শিবপাশা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ট্রান্সফরমার থাকা একটি খুঁটিতে দুই যুবক রাতের কোনো এক সময় উঠলে তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে জানাই। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ