বাংলা৭১নিউজ,(কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রলিচালক শুকুর আলী (৩৫) ও হেলপার আলামিন (১৮)। উভয়ের বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মসলেমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ মাইল নামক স্থানে একটি ট্রলি রাস্তা পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি মসুরবোঝায় ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক শুকুর আলী ও হেলপার আলামিন নিহত হন। এ সময় ট্রলিতে থাকা আরও দুই আরোহী আহত হন।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস