বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (ডিজি) ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
আজ সকাল ৯টার দিকে উপজেলার বারৈয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো চারজন। এরা হলেন রফিকুল ইসলাম তালুকদার, মুশফিকা আক্তার, মো. আলী হোসেন ও হাইকুল ইসলাম।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাসে করে বারৈয়ার হাট এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ফজলুর রহমান ও তার সফর সঙ্গীরা। মাইক্রোবাসটি বারৈয়ার হাটে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানসহ পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।’
বাংলা৭১নিউজ/এন