বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ট্রাক বাস মূখোমূখি সংষর্ষে ট্রাক চালক দুই কিশোর শ্রমিকসহ চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানাগেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টারদিকে শহরের বাইপাস সড়কের হবির মোড় নামক স্থানে ঢাকা থেকে নওগাঁগামী অজ্ঞাত একটি বাস ও নওগাঁ থেকে ঢাকাগামী ঢাকা মেট্র ট্র-১৪৯৪৭১ আলু বোঝাই ট্রকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকটি রাসাতা থেকে ছিটকে পরে উল্টে গিয়ে চালক সাদ্দাম (৩৩) ট্রাক মিস্ত্রী ৩০) গ্যারেজ শ্রমিক বিপ্লব (১০) ও পলাশ (৭) আহত হয়। আহতদের স্থনীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছারাও বাসেরও ক্ষতিসাধন হয়েছে এবং অল্পের বাস যাত্রীরা প্রাণে রকাষা পেয়েছেন বলে প্রত্যর্ক্ষদশীরা জানিয়েছেন। স্থানীয় পুলিম ফাঁড়ির আফিসার ইনচার্জ আবু মুসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস