বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ আবু সালাইন (৩২) নামে এক ঈমাম নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের পমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সালাইন শাহজাদপুরের গাড়াদহ গ্রামের মৃত ইব্রাহিম আকন্দের ছেলে। সে সিংড়ার কুশাবাড়ী জামে মসজিদের ঈমাম ছিলো।
স্থানীয়রা জানান, হাফেজ আবু সালাইন কুশাবাড়ি থেকে মোটর সাইকেল যোগে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথে সিংড়ার শেরকোল-পুঠিমারী আঞ্চলিক সড়কের পমগ্রাম এলাকায় ইট ভাটার মাটি বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়।
বর্তমানে মৃতদেহটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। এদিকে ইট ভাটার মাটি বহনকারী ট্রাকটি এখনো আটক করতে পারেনি পুলিশ। ট্রাকটিসহ চালককে আটকের বিষয়ে জানতে পুলিশ বলেন আশেপাশের ইট ভাটাগুলোতে পুলিশী অভিযান শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী থাকায় আটক করতে সুবিধা হবে।
বাংলা৭১নিউজ/জেএস