শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ট্যাক্স কার্ডের সংখ্যা বেড়ে ১২৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করা হয়েছে। মন্ত্রিসভা আজ তাদের নিয়মিত বৈঠকে সেরা ট্যাক্স দাতার সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই ট্যাক্স কার্ড দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, আগে ১০ ব্যক্তি ও ১০ কোম্পানিকে ট্যাক্স কার্ড প্রদান করা হতো। এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে ৬৪ ব্যক্তি, ৫০ কোম্পানি ও অন্যান্য ১১টি ক্ষেত্রে ট্যাক্স কার্ড প্রদান করা হবে।

নীতিমালা সংশোধন করে এ সংখ্যা (ট্যাক্স কার্ডধারীদের) বাড়াতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন বিভিন্ন ক্যাটাগরিতে ১২৫টি ট্যাক্সকার্ড দেয়া হবে।

ব্যক্তি পর্যায়: বিশেষ শ্রেণিতে পাঁচজন সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পাঁচ জন, প্রতিবন্ধী দু’জন, মহিলা করদাতা পাঁচজন এবং তিনজন তরুণ করদাতা (৪০ বছরের কম বয়সের) ট্যাক্সকার্ড পাবেন।

আয়ের উৎস হিসেবে পাঁচজন ব্যবসায়ী, পাঁচজন বেতনভোগী, পাঁচজন চিকিৎসক, তিনজন সাংবাদিক, তিনজন আইনজীবী, তিনজন প্রকৌশলী, দু’জন স্থপতি, দু’জন অ্যাকাউন্ট্যান্ট, সাতজন নতুন করদাতা, দু’জন খোলোয়াড়, দু’জন অভিনেতা-অভিনেত্রী, দু’জন শিল্পী-গায়িকা এবং অন্যান্য তিনজন এ কার্ড পাবেন।

কোম্পানি পর্যায়: কোম্পানি করদাতাদের মধ্যে ব্যাংকিংয়ে চারটি, অব্যাংকিংয়ে চারটি, টেলিকমিউনিকেশনে একটি, প্রকৌশলে তিনটি, খাদ্য ও আনুষঙ্গিকখাতে তিনটি, জ্বালানিতে তিনটি, পাটে তিনটি, স্পিনিংয়ে পাঁচটি, ওষুধ শিল্পে চারটি, প্রিন্ট ও ইলেকট্রনিকে চারটি, রিয়েল এস্টেটে তিনটি, তৈরি পোশাকে সাতটি, চামড়াশিল্পে দু’টি এবং অন্যান্য ক্ষেত্রে চারটি কার্ড দেওয়া হবে।

অন্যান্য শ্রেণি: ফার্ম চারটি, স্থানীয় কর্তৃপক্ষ একটি, ব্যক্তিসংঘ দু’টি এবং অন্যান্য চারটি ট্যাক্সকার্ড দেওয়া হবে।

মন্ত্রিসভা অর্থমন্ত্রীকে অথরাইজড করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, যদি প্রয়োজন মনে করেন তার পরামর্শক্রমে এনবিআর এ সংখ্যা বাড়াতে পারবেন।

কার্ডধারীদের সুবিধা: ট্যাক্সকার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান-বেলপথসহ যেকোনো ভ্রমণে সরকারি যানবাহনের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ ছাড়াও আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার এবং ট্যাক্সকার্ডধারী নিজে ছাড়াও তার স্ত্রী, স্বামী ও সন্তানরা সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাবেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com