যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের দুই সন্তান অন্য সদস্যদের হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছেন। তবে এখনও ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় কমিউনিটিতে চাঞ্চল্য দেখা দিয়েছে।
টেক্সাসের স্থানীয় সময় সোমবার এলেন শহরের একটি বাড়ি থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ পরিচয় প্রকাশ করলেও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেকেই বাংলাদেশি। উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শাম তৌহিদ, তার স্ত্রী মিসেস নীনা, তাদের দুই ছেলে ও এক মেয়ে এবং শাম তৌহিদের বৃদ্ধা মা।
পুলিশের মুখপাত্র সার্জেন্ট জন ফেল্টি বলেন, দুই ভাই নিজেরা ঠিক করেছিল যে তারা সুইসাইড করবে এবং সেই সঙ্গে পুরো পরিবারকে মেরে ফেলবে। সে অনুযায়ী তারা হত্যাযজ্ঞ সম্পন্ন করে থাকতে পারে।
দুই ভাইয়ের একজন যার বয়স ১৯ বছর সে সোশ্যাল মিডিয়ার একটি দীর্ঘ সুইসাইড নোট রেখে গেছে। তাতে সে নিজেকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার তাদের মৃত্যু হয়েছে। ঘটনার কারণ বের করতে তদন্ত করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এবি