কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ওয়াব্রাং রাস্তার মাথা ও তার আশপাশ এলাকা শামসুল আলম(৩৫) কে আটক করে। শামসুলের দেহ ও ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদক সংক্রান্ত অপরাধের কারণে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
বাংলা৭১নিউজ/এসএইচ