শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক: কর্নেল অলি হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইরাকি ড্রোন হামলায় ২৬ ইসরায়েলি সেনা হতাহত ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ভারতের রাজনীতিতে বাংলাদেশিদের যেভাবে অবজ্ঞার পাত্র বানানো হল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জাহাজে আগুনের পর সমুদ্রে লাফ, এক নাবিকের মৃত্যু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, জেলাজুড়ে জলাবদ্ধতা হাইতিতে অপরাধী চক্রের হামলায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৭০ ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন খালেদা জিয়ার বাসভবনে বালুর ট্রাক, মামলা হলো হাসিনার বিরুদ্ধে দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন শেরপুরে বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ তিন চুক্তি করেও চাল না দেওয়া মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ৫ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা মেয়েকে হত্যার পর মরদেহ নিয়ে বসেছিলেন মা ৪ হাজার টাকার সুদ দেড় লাখ! জমি লিখে নেন এনজিও মালিক বিশ্ব শিক্ষক দিবস আজ ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে বসছে বিএনপি

টিসিবির পণ্য পেতে ক্রেতাদের হুড়োহুড়ি

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে

খুলনায় আজ থেকে শুরু হওয়া টিসিবির পণ্য নিতে প্রায় যুদ্ধ শুরু করেছেন নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, তেল, চিনি সংগ্রহ করার চেষ্টা করছেন কার্ডধারীরা। তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডিলার ও তাদের লোকদের।

বুধবার (১৫ মার্চ) নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে দুই লিটার তেল, এক কেজি চিনি, ২ কেজি ডাল ও এক কেজি ছোলা বিক্রি করছেন ডিলাররা।

ডিলারদের অভিযোগ, এর আগে যখন আমরা পণ্য দিয়েছি তখন টিসিবি থেকে ডাল ও চিনি প্যাকেটজাত করে দেওয়া হয়েছে। কিন্তু এবার তা দেওয়া হয়নি। গোডাউন থেকে মাল এনে তা কয়েকজনকে দিয়ে প্যাকেট করে সরবরাহ করতে হচ্ছে। এতে সময় লাগছে অনেক।

টিসিবি সূত্রে জানা যায়, নগরীর ৩১টি ওয়ার্ডের জন্য ১৬৫ জন ডিলার রয়েছেন। এই ডিলাররা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয় করবেন। আজ নগরের ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার কার্ডধারী পরিবার এই পণ্য কিনতে পারবেন।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের বাসিন্দা জুয়েল বলেন, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চমূল্যের কষাঘাতে অতিষ্ট সাধারণ মানুষ। সেই কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের বাড়তি দাম। ফলে একটু কম দামে কোথাও নিত্যপণ্য পেলে সেখানেই হামলে পড়ছেন সাধারণ মানুষ।

৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা এলাকার বাসিন্দা সেলিম বলেন, সকালে টিসিবির মালামাল দেওয়ার খবর পেয়ে লাইনে দাঁড়িয়েছি। দুপুরের পর থেকে ডিলাররা মাল দেওয়া শুরু করেছেন। শুধু তেলের দাম কম হওয়ায় দাঁড়াতে হয়েছে।

২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেক্সোনা বলেন, দুই লিটার তেল হলে আমাদের ৪ জনের সংসারে ১৫-২০ দিন চলে যাবে। বাকি সময়ের জন্য বাজার থেকে কিনতে হবে।

তিনি বলেন, এবার অনেক দিন পর মাল দিচ্ছে টিসিবি। তবে পরিমাণে একটু বেশি দিলে ভালো হতো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com