কোভিড সংক্রমণ থেকে সুরক্ষায় ভ্যাকসিন নিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) টিকা নিয়ে টুইটবার্তায় গুতেরেস বলেন, প্রথম ডোজ নিতে পেরে আমি খুবই আনন্দিত।
জাতিসংঘের মহাসচিব আরো জানান, ‘সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা মহামারি কাটাতে টিকার কোন বিকল্প নেই। নিরাপত্তা ও কার্যকর টিকাই আমাদের সুরক্ষা রাখতে পারে।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনার তাণ্ডবে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। করোনার ধকল কাটিয়ে উঠছেন ৫ কোটির বেশি। আক্রান্ত ও মৃতের দিকে থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত।
বাংলা৭১নিউজ/এআর