বাংলা৭১নিউজ,ঢাকা: কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে আন্দোলন শুরুর কথা কিন্তু তারা প্রায় এক ঘণ্টা আগে মিছিল নিয়ে টিএসসির সামনে জড়ো হন।
এসময় ভিসির বাসভবনের সামনে থেকে ইঞ্জিনচালিত গাড়ি আটকে অন্যদিকে ফিরিয়ে দেয়া হয়।
মঙ্গলবার দিনগত রাত ৮টায় আন্দোলন স্থগিত করে আজ বুধবার সকাল ১১টায় পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়েছিল। তবে মধ্যরাতে হঠাৎই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে।
কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মারধর করে রক্তাক্ত করার অভিযোগও ওঠে হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান ইশার বিরুদ্ধে। এ অভিযোগে ইশাকে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস