মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

টানা বৃষ্টিতে আশুলিয়ায় জলাবদ্ধতা, পানির নিচে বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩০ বার পড়া হয়েছে

সাভার উপজেলার আশুলিয়া এলাকায় মঙ্গলবার (১ জুন) টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশুলিয়া-ইপিজেড শিল্পাঞ্চলের বেশীরভাগ সড়ক হাঁটু পানির নিচে চলে যায়। বৃষ্টির পানিতে বসতবাড়ি, দোকানপাট, সিএনজি স্টেশন, শিল্প কারখানা পানিতে তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সাথে চরম জনদুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সকালে শিল্প ও পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যেতে সীমাহীন দূর্ভোগে পড়েন।

জলাবদ্ধতার কারণে সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের ইউনিক থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ি গুলোকে থেমে থেমে চলতে দেখা গেছে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাইপাইল ত্রিমোড় এলাকা যেন হাঁটু পানিতে ডুবে গেছে। ভোর থেকেই আশুলিয়ার ইউনিক, জামগড়া, শিমুলতলা, বুড়ির বাজারসহ বেশ কিছু এলাকায় টানা বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

শ্রমিক কলোনির বাসিন্দা আলেয়া বেগম জানান, ভোর থেকে টিনের চালা বেয়ে ঘরের ভিতর পানি পড়তে শুরু করে। একপর্যায়ে ঘরে পানি ঢুকে হাঁটু সমান পানিতে ভর্তি হয়ে যায়। শিল্প এলাকায় ড্রেন না থাকায় দীর্ঘ ধরেই বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোথাও জানিয়েও এর কোন প্রতিকার আমরা পাইনি।

আশুলিয়ার বাইপাইল এলাকার ব্যবসায়ী ইলিয়াস হোসাইন জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লায় পানি জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। কোথাও কোথাও বাসিন্দারা হাঁটু পানিতে বন্দি হয়ে পড়েন। ঘন্টাখানেকের বর্ষণে কোন কোন মহল্লার বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ে। এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নিচু বা উঁচু এলাকায় সর্বত্রই জলাবদ্ধতার অভিন্ন চিত্র বিরাজমান। প্রতিবছর বর্ষা মৌসুমে সাভারবাসীর দুর্ভোগের সীমা থাকেনা।

এমন চিত্র ডিইপিজেড, ডেন্ডাবর, পল্লীবিদ্যুৎ, পলাশবাড়ীসহ আশপাশ এলাকার। কোন কোন মহল্লায় জলাবদ্ধতার এমন প্রকট আকার ধারণ করেছে যে, বাড়ীতে তালা দিয়ে বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com