বাংলা৭১নিউজ, ঢাকা: ১৮তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে খুলনা বিভাগ। এই নিয়ে টানা দ্বিতীয় ও মোট পাঁচবার জাতীয় লীগে চ্যাম্পিয়ন হলো খুলনা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে আজ ঢাকা মেট্রোকে ৩৯৮ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে খুলনা।
এই জয়ে ষষ্ঠ ও শেষ রাউন্ড শেষে খুলনার পয়েন্ট হলো ৫৮। শেষ রাউন্ডে বরিশালকে হারালে ৫৪ পয়েন্ট হবে ঢাকা বিভাগের। তারপরও খুলনার ৫৮ পয়েন্ট পেরিয়ে যেতে পারবে না ঢাকা বিভাগ। তাই শিরোপা খুলনারই।
বাংলা৭১নিউজ/এম