বাংলা৭১নি্উজ, ডেস্ক : প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সান্ডারল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। ১-০ গোলের জয় পেয়েছে কন্তের শিষ্যরা।
বুধবার প্রতিপক্ষের মাঠ স্টেডিয়াম অব লাইটে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে চেলসি। তবে কস্তা-পেদ্রোদের একের পর এক গোল মিসের মহরায় হতাশ হতে হয় সফরকারী দর্শকদের। ম্যাচের ৪০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সেস ফাব্রেগাস। উইলিয়ানের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের এই মিডফিল্ডার।
বাকি সময় আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কস্তা-ফাব্রেগাসরা।
বাংলা৭১নি্উজ/সিএইস