সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লেবাননে ইসরায়েলি হামলায় ৬ দিনে ৮১৬ জন নিহত জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ ট্রাফিক আইনে একদিনে জরিমানা ৩৩ লাখ, ১৮৯ গাড়ি ডাম্পিং কুড়িগ্রামে তিন নদীর পানি বাড়ছে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ সাভারে পীরের বাড়িতে হামলা, মাজার ভাঙচুর ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলার রায় পেছাল আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ উত্তরবঙ্গের বন্যায় খরচ হবে টিএসসিতে তোলা সেই ত্রাণের টাকা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ নিউইয়র্কে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে নতুন বার্তা ভারতের নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯২ এবার আত্মসমর্পণ করলেন সাংবাদিক শফিক রেহমান মুশফিকের বিদায়ের পর মুমিনুলের ফিফটি ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত

টানা চার ম্যাচ হারের পর কোহলিদের পেয়ে জয়ের দেখা কেকেআরের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে

রিঙ্কু সিংয়ের সেই অতিমানবীয় ছক্কাবৃষ্টির পর আর কোনো ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টানা চারটি ম্যাচ হারতে হয়েছে শাহরুখ খানের দলকে। অবশেষে বুধবার রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেয়ে জয়ের দেখা পেলো কেকেআর।

বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে আসলো কলকাতার দলটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কেকেআর। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রনে থেমে যেতে হয় বেঙ্গালুরুকে। এই পরাজয়ের কারণে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নিজেদের মাঠে কেকেআরের অধিনায়ক নিতিশ রানার সঙ্গে টস করতে নেমে জয় পান বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান তিনি। এই প্রথম কলকাতার টপ অর্ডার তথা ওপেনাররা রান পেলো।

দুই ওপেনার জেসন রয় এবং নারায়ন জগদিশান দুর্দান্ত ব্যাটিং করেন। ৯.২ ওভারে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন তারা দু’জন। ২৯ বলে ২৭ রান করে আউট হন নারায়ন। ২৯ বলে ৫৬ রানের ঝড় তোলেন জেসন রয়। ৪টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

ভেঙ্কটেশ আয়ার ২৬ বলে করেন ৩১ রান। ২১ বলে ৪৮ রান করেন অধিনায়ক নিতিশ রানা। রিঙ্কু সিং ১০ বলে করেন ১৮ রান। ৩ বলে ১২ রান করেন ডেভিড ওয়াইজ। ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কেকেআর। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন ওয়ানিদু হাসারাঙ্গা এবং বিজয়কুমার বশাক। ১ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

জবাব দিতে নেমে বিরাট কোহলির ব্যাটে জয়ের স্বপ্ন দেখেছিলো বেঙ্গালুরু। ৩৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু তার এই ইনিংস কোনো কাজে আসেনি। ফ্যাফ ডু প্লেসি ৭ বলে ১৭ রানে আউট হন। শাহবাজ আহমেদ ২, গ্লেন ম্যাক্সওয়েল ৫ রান করেন। ১৮ বলে ৩৪ রান করেন মহিপাল লমরোর। ১৮ বলে ২২ রান করেন দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে সক্ষম হয় বেঙ্গালুরু।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com