বাংলা৭১নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অপর তিনটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা থেকে ২শ’ গজ দূরে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এর পরপর আরও দু’টি ট্রাক একইভাবে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় মহাসড়ক স্বাভাবিক হয়েছে।
বাংলা৭১নিউজ/এন