টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (২৭ জুলাই ) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন ৭৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সুমন আহমেদ পান ৬৩৪৮ ভোট। মাহমুদনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন শিকদার ২৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম পান ২৭৪৬ ভোট আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাজ্জাদ পেয়েছেন ২৪৯৯ ভোট।
ছিলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন ৫৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২৫০৬ ভোট আর আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া পান ২৪৪৫ ভোট।
এছাড়া কাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ