টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।
বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইদ্রিস আলী জানান, সকালে ঢাকাগামী বাস মধুপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও সাত জন।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় চার জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি