বাংলা৭১নিউজ,আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা আইনজীবী সমিতি টাউট আখ্যায়িত করে ২১জনের নামের তালিকা প্রকাশ করেছে।
এরা হচ্ছে, কলারায়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের মোক্তার আলীর ছেলে মুকুল হোসন, সোনাবাড়িয়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে নারগিস পারভিন, তালা উপজেলার নলতা গ্রামের সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে পরিমল কুমার মন্ডল, একই উপজেলার আটারোই গ্রামের কমল দাসের ছেলে অসীম কুমার দাস, শাহাজাদপুর গ্রামের আমজাদ আলী খানের ছেলে আজিজুল ইসলাম খান, মাগুরাডাঙ্গা গ্রামের কফিল উদ্দিনের ছেলে সুজাম উদ্দিন, সুধীর মন্ডলের ছেলে বিপ্লব, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার নূর হোসেনের ছেলে নুর আলম সিদ্দিক (আলম), গোবরদাড়ী (কাশেমপুর) গ্রামের আহাদ আলীর ছেলে স্যামুয়েল ফেরদৌস পলাশ, পলাশপোল গ্রামের আব্দুল্লাহ এর ছেলে এ,বি,এম, হাবিব রনি, শিমুল বাড়িয়া গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমীন, পলাশপোল গ্রামের শেখ ওমর আলীর ছেলে শেখ মাহাবুবর রহমান জয়নাল, রসুলপুর গ্রামের ইমান আলীর ছেলে আবিদুল হক মুন্না, দক্ষিণ কাটিয়া গ্রামের শেখ আব্দুস সবুরের ছেলে রাশিদুজ্জামান সুমন,আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের আজিজ গাজীর ছেলে ইশার আলী, শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ লিয়াকাত আলী, শৈলখালি গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে মনির হোসেন, গোবিন্দপুর গ্রামের সুন্দর আলী ঢালীর ছেলে আব্দুর রশিদ, গোবিন্দপুর গ্রামের আরশাদ আলীর মেয়ে রওশনারা, শ্রীফলকাটি গ্রামের তৈয়বুর আলীর ছেলে জি,এম, ফিরোজ আহমেদ ও কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের গৌর চন্দ ঘোষের ছেলে গণেষচন্দ্র ঘোষ।
উকিল না হয়েও বিভিন্ন সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তে উকিল পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী কমিটির গত ২ এপ্রিল ইং সভা করেন। সর্ব সম্মতিক্রমে ুসভায় সিদ্ধান্ত হয় যে, উপরোক্ত ২১ জনকে টাউট হিসেবে গণ্য করা এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের বিল্ডিংয়ে তা লিখিতভাবে প্রকাশ করা। যেটি এখন বিদ্যমান।
আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহ আলম এবং সাধারণ সম্পাদক এ্যাড মোঃ ওসমান গনি স্বাক্ষরিত ২১ জন টাউটের নামের তালিকা ঘোষনা করা হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস