বাংলা৭১নিউজ, টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে ৫নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে জামালপুর থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ভয়ে ছাদের উপর ও ভেতরে থাকা অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ৪জন এবং হাসপাতালে ১জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৩ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। তিনি বলেন, এই মাত্র ঘটনাস্থলে এসেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস