শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০০ টাকার ওপরে সবজির কেজি, কাঁচামরিচ ৪০০ জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় নেত্রকোনায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১০ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত, বাংলাদেশের প্রতিবাদ পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ২০ শ্রমিক নিহত মধুমতির ভাঙনের ঝুঁকিতে স্কুল-মাদরাসা-মসজিদ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭ বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত মমতাজসহ ৯০ জনের নামে হত্যা মামলা একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টে নতুন ইতিহাস সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাহউদ্দিন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি রাশিয়ায় এবার বিমানঘাঁটিতে হামলা, এখনো জ্বলছে তেল টার্মিনালের আগুন

টঙ্গী-আব্দুল্লাহপুর থেকে দিনে ৫০ মোবাইল ছিনতাই করতো চক্রটি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৭ বার পড়া হয়েছে

টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার ছিনতাই চক্রের অন্যতম মূলহোতা শরীফ হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার শরীফ পাঁচ বছর ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। একদিনে তিনি সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ছিনতাই করা মোবাইল সংগ্রহ করেছেন।

শুক্রবার (২১ অক্টোবর) উত্তরা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

ছিনতাই চক্রের অন্যতম মূলহোতা মো. শরীফ হোসেন (২২) ছাড়া বাকি গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ বাবু (২৩) ও মো. শ্যামল হোসেন ওরফে রাব্বি (২৩)।

Hijack-3

তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, একটি হাতঘড়ি এবং নগদ ২৫ হাজার ৬৩৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে টঙ্গী বাজার এলাকা থেকে নাছির রাজ (৩০) ও সাজেদুল আলম ওরফে শাওনকে (২১) গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৪৯টি মোবাইল, দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, দুটি ভিসা কার্ড এবং নগদ তিন হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শরীফ হোসেন উত্তরার আজমপুর থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হয়ে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়কের ছিনতাই চক্রের দলনেতা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই চক্রের সদস্যরা চলন্ত গাড়ি থেকে থাবা দিয়ে কিংবা অন্ধকারে নিরীহ পথচারীদের জিম্মি করে মোবাইল ছিনতাই করে। এরপর সেগুলো প্রথমে শরীফের কাছে জমা রাখা হয়।

Hijack-3

এরপর শরীফ এসব মোবাইল কম দামে কিনে আব্দুল্লাহ বাবু ও শ্যামলের মাধ্যমে বাজারে বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানান, একদিনে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ছিনতাই মোবাইল সংগ্রহ করেছেন তিনি।

র‌্যাব-১ এর সিও বলেন, গ্রেফতার আব্দুল্লাহ বাবু ও শ্যামল ছিনতাই করা মোবাইল ও অন্যান্য মালামাল বিক্রির কাজে জড়িত। তারা বিভিন্ন দোকান, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন লোকের কাছে খুচরা হিসেবে এসব মোবাইল বিক্রি করেন। বাজারমূল্যের চাইতে প্রায় অর্ধেকেরও কম দামে এসব মোবাইল বিক্রি করা হয়।

অন্যদিকে গ্রেফতার নাছির মোবাইল ইঞ্জিনিয়ার। টঙ্গী বাজারে তার একটি মোবাইল মেরামতের দোকান রয়েছে। ওই দোকানে বৈধ ব্যবসার আড়ালে চোরাই মোবাইলের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কাজ করতেন তিনি। নাছির তিন বছর ধরে নিজস্ব দোকানে ব্যবসা করে আসছেন।

ব্যবসা শুরুর আগে নাছির অন্য একটি দোকানের কর্মচারী ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এছাড়া গ্রেফতার শাওন একটি মোবাইল মেরামত দোকানের কর্মচারী। তিনি ৫০০ থেকে এক হাজার টাকার বিনিময়ে ছিনতাই মোবাইলের লক খোলা এবং আইএমইআই পরিবর্তনের কাজ করতেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com