বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪৬টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৯ ভোট। আর তার নিকটতম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ৫৬০ ভোট।
নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের ১৫৬১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়েছে। এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন এবং নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।
বাংলা৭১নিউজ/জেএস