বাংলা৭১নিউজ,(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের গোপীনাথপুর আইএসটির আইসোলোশনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কালাই ও ক্ষেতলালের তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের জীবাণু পায়নি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) রাতে জেলা সিভিল সার্জনকে দেওয়া এক ই-মেইল বার্তায় নিশ্চিত করেছেন আইইডিসিআরের কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় জয়পুরহাটের জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা স্থানীয় সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের ওই তিন রোগীকে শনিবার (১৪ মার্চ) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে করোনা ভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
আইইডিসিআর কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার প্রতিবেদনের কপি তার দপ্তরের ই-মেইলে পাঠিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে ৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত জয়পুরহাটের ৫টি উপজেলায় মোট ৩২২ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলেও ইতোমধ্যেই মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে রয়েছেন ১৬৩ জন ব্যক্তি।
বাংলা৭১নিউজ/এফএস