বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছেলোবেলো ও বরন আদর্শ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার লাইন নির্মান করে নতুন বিদ্যত সংযোগ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে বরন আদর্শ গ্রামে এ বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামসুল আলম দুদু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাঁচবিবি পল্লী বিদ্যুত সমিতির ভারপ্রাপ্ত ডিজিএম আলমগীর হোসেন, পল্লী বিদ্যুত সমিতি পরিচালক খলিলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্না, আটাপুর ইউপি সদস্য এনামুল হক, ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক আব্বাস আলী সরকার প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস