বাংলা৭১নিউজ, মোঃ আবু মুসা, জয়পুরহাট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সহ সহ দলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে জয়পুরহাট ১ আসনের আওমীলীগের বর্তমান এমপি সামছুল আলম দুদু, বিএনপির ফজলুর রহমান, ফয়সল আলীম, মমতাজ উদ্দীন মন্ডল, জাতীয় পার্টির তিতাস মোস্তফা, বাম জোট বাসদের ওয়াজেদ পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাক্তার দেওয়ান জহুরুল ইসলাম, জাসদের আবুল খায়ের সাখাওয়াত এবং স্বতন্ত্রপ্রার্থী আলেয়া বেগম এবং জামায়াত থেকে স্বতন্ত্রপ্রার্থী ফজলুর রহমান সাইদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে জয়পুরহাট ২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওমীলীগের বর্তমান এমপি আবু সাইদ আল স্বপন, বিএনপির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান, জাতীয় পার্টির আবুল কাশেম রিপন, বাম জোট বাসদের শাহ জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা আব্দুল বাকী তালুকদার।
বাংলা৭১নিউজ/জেএস