বাংলা৭১নিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমানকে জামিন দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি আজ তাকে জামিন দেন।
শফিক রেহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন।
জামিন চাইতে বিচারিক আদালতেই শফিক রেহমানকে যেতে হবে- সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বৃহস্পতিবার এমন এক আদেশ দেন। একই সঙ্গে আবেদনের পর তার জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনার জন্যও বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন।
বাংলা৭১নিউজ/এন