মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব ধানমন্ডির কাকলি হাইস্কুল ও না.গঞ্জের ডিপিডিসি অফিসে দুদকের অভিযান দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস ভেঙেই গেল জেনিফার লোপেজের চতুর্থ সংসার জিয়া অরফানেজের সব অর্থ ব্যাংকে জমা আছে

জেলায় শ্রেষ্ঠ ইউএনও শিবগঞ্জের শফিকুল ইসলাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম শ্রেষ্ঠত্বর পুরস্কার লাভ করেছেন।
সোমবার সন্ধ্যায় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, গেল ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম যোগদানের পর থেকেই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তাঁর অকান্ত পরিশ্রমে উপজেলা বর্তমানে বাল্যবিবাহ মুক্ত।
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার ও জমি আছে ঘর নেই’ সফলভাবে বাস্তবায়ন করেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় শিবগঞ্জ উপজেলা বর্তমানে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে প্রতিষ্ঠাও লাভ করেছেন।
এছাড়াও তাঁর আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় শিবগঞ্জে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবারের ব্যবস্থা) কার্যক্রম চালু করা সম্ভবপর হয়েছে।
এদিকে বয়স্কবাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতাসহ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানে গতিশীলতা ফিরে এনেছেন।
অপরদিকে উপজেলায় মাদক, ইভটিজিং প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর প্রসংশনীয় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলাবাসী।
কর্ম নৈপূণ্য ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনায় জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম তাঁর এক প্রতিক্রিয়ায় এ প্রতিবেদককে বলেন, মান্যবর জেলা প্রশাসক স্যার ও জেলা প্রশাসন পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে আমার কর্মস্থল শিবগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় আমাকে শ্রেষ্ঠত্বর সাফল্য এনে দিয়েছে।
সাফল্যের এ ধারাবাহিকতাকে অব্যহত রাখতে তিনি সকল শ্রেণিপেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com